০৩ লাল চুনী
জনশ্রুতি যে, লাল চুনী অভিশপ্ত! আর কপালের ফেরে, মর্ত্যসেনের উপর দায়িত্ব বর্তেছে যে ওটা ইতিহাসের সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে! কিন্তু ওই উজ্জ্বল রত্ন নিয়ে শুধু তারই পরিকল্পনা নেই! বন্দুকধারী এক বে*, এক ভবিষ্যতবক্তা, একজন অভিজাত, একজন দূর্বৃত্ত সর্দার আর দুজন বিশ্বস্ত হুকুমবরদারও রত্নটা হাতানোর তালে রয়েছে! নতুন বান্ধবী কেট নামের এক ভুলোমনা লাইব্রেরিয়ানের সাহায্য নিয়ে মর্ত্যসেনকে লাল চুনীকে ফিরে পাওয়ার জন্য শেষ চেষ্টা চালিয়ে যেতে হবে ডুবন্ত টাইটানিক জাহাজে! চুনীর অভিশাপ কি মর্ত্যসেনকে অতল জলের গভীরে ডুবিয়ে দেবে?
2nd August, 2023 8:05 AM
Comments
No Comments!